Home / স্থানীয় খবর / শেরপুরে আরো ৮ জনের করোনা পজেটিভ

শেরপুরে আরো ৮ জনের করোনা পজেটিভ

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুর উপজেলায় আরও ৮ জনের দেহে করোনা পজেটিভ (কোভিড-১৯) ধরা পড়েছে।

শনিবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মওদুদ আদনান।

তিনি জানান শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এর মধ্যে এক নারীসহ ৮ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। নতুন শনাক্তদের মাঝে শহরের উলিপুরপাড়ার ৩জন, শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের দুইজন ষ্টাফ, সুঘাটের চককল্যাণী গ্রামের একজন, খন্দকারটোলা গ্রামের একজন এবং হাটগাড়ী গ্রামের একজন রয়েছেন।

তিনি আরো জানান, এ নিয়ে উপজেলায় ৫৩৮ জন আক্রান্ত হয়েছেন। এর মাঝে সুস্থ হয়েছেন ৫০৩জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৫জন। উপজেলায় মৃত্যুবরণ করেছেন ১৩ জন।

Check Also

নদীর পাড়ে ভালোবাসা

–তরিকুল ইসলাম জিহাদ দেখা করতে আইসো তুমি ওই যমুনা নদীর পাড়ে, বলবো তোমায় মনের কথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =

Contact Us