শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে ‘নাপা’ ট্যাবলেটের দাম বেশি রাখায় এক ঔষধ ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ জুলাই) বেলা ১১টার দিকে শহরের হাটখোলা রোডে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন।
এসময় ‘নাপা’ট্যাবলেটের দাম বেশি করায় হাটখোলা রোডের কনক ফার্মেসীর মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
তাছাড়া সরকারি নিদের্শনা ভঙ্গ করায় আরো ৩টি মামলায় ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ব্যাপারে শেরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন জানান, মোবাইল কোর্ট চলাকালীন অন্যান্য ফার্মেসীগুলোতেও ঔষুধের দাম,মজুদকৃত ঔষুধের পরিমাণ যাচাই করা হয়।এছাড়া দোকানদার এবং ঔষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়।