শেরপুরনিউজ২৪ডটনেটঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন আরো একশত জন।
শুক্রবার (২ জুলাই) বেলা ১২টার দিকে এসব তথ্য জানান বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. সাজ্জাদুল হক।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ৫ জন ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ জন এ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া ৩৮০টি নমুনা পরীক্ষায় ১শজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৬দশমিক ৩১ শতাংশ।
তিনি আরো জানান, নতুন আক্রান্ত ১০০ জনের মধ্যে বগুড়া সদরের ৬৪জন, সোনাতলায় ১১ জন, শাজাহানপুরে ৬জন, ধুনটে ৫ জন, কাহালুতে ৪জন, দুপচাঁচিয়ায় ৩জন, আদমদিঘীতে ২জন ও গাবতলীতে ৩জন রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৫৩জন। এতে করে মোট সুস্থ হলেন ১২ হাজার ৭৪৮জন। আর আক্রান্ত হলেন ১৪ হাজার ৭৩জন। বর্তমানে করোনায় আক্রান্ত রোগী ৯১৭ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছেন ৪১৩ জন।