শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে শুরু হয়েছে সাতদিনের কঠোর লকডাউন। সরকারি নিদের্শনা মেনে গণপরিবহন ও দোকানপাট বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টার দিকে শেরপুর শহরের বাসষ্ট্যান্ড ও ধুনট মোড় এলাকায় গিয়ে দেখা গেছে এই চিত্র।
এসময় দেখা যায়, মহাসড়কে পণ্যবাহী পরিবহন ছাড়া গণপরিবহন নেই। দ্ইুএকটা রিক্সা চলাচল করছে। তাছাড়া ধুনট মোড়ের সিএনজি ষ্ট্যান্ড পুরোটাই ফাঁকা। চায়ের ষ্টলগুলো বন্ধ।
উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে কঠোর নির্দেশণা দিয়ে সাতদিনের লকডাউন ঘোষনা করেছে সরকার।