নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বুধবার (৩০ জুন) বেলা ১০টায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভদ্রাবতীতে ১লা জুলাই থেকে লকডাউন কার্যকর করতে কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ক সভা
অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সভাপতি শিফা নুসরাতের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, পৌরসভার মেয়র আনিছুর রহমান, নন্দীগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আহম্মেদ রাজিউর রহমান, নন্দীগ্রাম কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আঃ বারিক প্রমুখ।
উল্লেখ্য, সারা দেশে ব্যাপক হারে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় মন্ত্রী পরিষদ কর্তৃক সুপারিশকৃত ৭দিনের কঠোর লকডাউন শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।