শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১২টি ইউনিয়নের ১২০ জন গ্রামপুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ জুন) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা আনুষ্ঠানিক ভাবে এসব সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, চেয়ারম্যান শাহ জাহান চৌধুরী, মহিদুল ইসলাম, আব্দুল হাই প্রধান, মোজাফ্ফর হোসেন, মাহমুদ হোসেন তৌফিক, শাফিকুল ইসলাম
শফিক, গ্রামপুলিশ আফজাল হোসেন, মাসুদ মিয়া প্রমুখ।