Home / বগুড়ার খবর / বগুড়ায় করোনায় ৮ জনের মৃত্যু

বগুড়ায় করোনায় ৮ জনের মৃত্যু

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়া জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। ফলে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন আরো ১২৭ জন।

বুধবার (৩০জুন) দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় জেলা সদরের তিনটি হাসপাতালে করোনায় চিকিৎসাধীন দুই নারীসহ ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়া জেলার ৫জন, বাকি ৩জন অন্যান্য জেলার করোনা রোগী।

তিনি আরো জানান, ২৪ ঘন্টায় ৩৩৬টি নমুনা পরীক্ষায় ১২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৭৯ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১৩ হাজার ৮৩৯জন আর নতুন করে ৬১ জন সুস্থ হওয়ায় সুস্থতার সংখ্যা ১২ হাজার ৬১২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮৩৩জন করোনা আক্রান্ত রোগী।

Check Also

বগুড়ায় করোনায় মৃত্যু ৫, শনাক্ত ১৩৪

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published.

three + ten =

Contact Us