শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে আরো দুই জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২৮ জন।
বুধবার (৩০জুন) বিকাল ৩টার দিকে এসব তথ্য জানান শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. মওদুদ আদনান।
তিনি জানান, বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জনের দেহে র্যাপিড এ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এর মধ্যে দুইজনের দেহে করোনা পজেটিভ ধরা পড়েছে। আক্রান্ত দুইজনই পুরুষ। বাকি ১৩ জনের নমুনা পরীক্ষার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, শেরপুর উপজেলায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৪জন। সুস্থ হয়েছেন ৪৯৪জন। আর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৩ জন রোগী।