Home / বিশেষ প্রতিবেদন / শেরপুরে লকডাউন মানছে না সিএনজি-লেগুনা

শেরপুরে লকডাউন মানছে না সিএনজি-লেগুনা

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে লকডাউনে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত মানছে না সিএনজি চালিত অটোরিক্সা ও লেগুনা। তবে সরকারি সিদ্ধান্ত মেনে যাত্রীবাহী বাসগুলো বন্ধ আছে ।

মঙ্গলবার (২৯জুন) দিনব্যাপী মহাসড়কসহ বিভিন্ন রুটে দেখা গেছে সিএনজি চালিত অটোরিক্সা ও লেগুনা (হিউম্যান হলার) এর দাপট।

করতোয়া গেটলকের চালক মো. মকবুল হোসেন জানান, গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আসায় আমরা সোমবার থেকে গেটলক বন্ধ রেখেছি। অথচ মহাসড়কে অবাধে চলছে সিএনজি অটোরিক্সা এবং লেগুনা।

করোনা সংক্রমণ রোধে রিক্সা ও পণ্যবাহী পরিবহন ছাড়া গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নেয়া হলেও শেরপুরে প্রায় ৫শ সিএনজি ও লেগুনা অবাধে চলছে। সংশ্লিষ্ট প্রশাসনের এদিকে কোন নজর নেই। অথচ এসব গণপরিবহনে নেই কোন স্বাস্থ্যবিধি। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

সরেজমিন দেখা গেছে, চারচাকার লেগুনা (হিউম্যান হলার) গুলোতে ১২/১৩ জন যাত্রী পরিবহন করা হচ্ছে। অন্যদিকে সিএনজি অটোরিক্সায় চালকসহ ৬জন গাদাগাদি করে পরিবহন করা হচ্ছে। অথচ করোনা সংক্রমণ ঠেকাতে সরকার এসব চলাচল নিষিদ্ধ করেছে। কিন্তু সেদিকে যেন কারও নজর নেই।

Check Also

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেরপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টারঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক …

Leave a Reply

Your email address will not be published.

20 − 9 =

Contact Us