শেরপুর ডেস্কঃ বগুড়া জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও সাতজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১৫২জন।
মঙ্গলবার (২৯জুন) এক অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় করোনায় বগুড়ার তিনটি হাসপাতালে এই সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়ার তিনজন বাকি চারজন অন্যান্য জেলার বাসিন্দা।
তিনি জানান, এ পর্যন্ত বগুড়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭১২ জন এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৫৫১ জন। সর্বমোট মৃত্যুবরণ করেছেন ৩৮৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৭৫ জন।