শেরপুর ডেস্কঃ উয়েফা ইউরোর শেষ ষোলর ম্যাচে সোমবার (২৮ জুন) ক্রোয়েশিয়ার বিপক্ষে ৫-৩ গোলের জয় তুলে নিয়েছে স্পেন। এবারের ইউরোর সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ ছিল এটি। ম্যাচটির নির্ধারিত সময়ে দুই দলের গোল সমান তিনটি ছিল। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর এ অতিরিক্ত সময়ে দুটি গোল করে স্পেন।
এ জয়ের মাধ্যমে ২০১২ সালের পর প্রথম কোন প্রতিযোগিতার রাউন্ড ষোলর বাঁধা পার করল লুইস এনরিখের শিষ্যরা।