শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ বিস্তার রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা এবং সচেতনতামূলক প্রচার প্রচারণা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা।
সোমবার (২৮ জুন) সকাল থেকে তিনি উপজেলার মোকামতলা, মহাস্থান, আমতলী, শিবগঞ্জ সদরসহ বিভিন্ন বন্দরে হ্যান্ড মাইক দ্বারা সর্তক করছেন ।
এসময় তিনি বলেন, করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে সরকারি নিদের্শনা মেনে ঘরে অবস্থান নেওয়ার
জন্য। যারা বিনা প্রয়োজনে ঘর হতে বের হয়ে অযথা চলাফেরা করবে এবং সরকারি নিদের্শনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। ইতিপূর্বে তিনি শিবগঞ্জ উপজেলা বাসীকে সুরক্ষিত রাখতে, উপজেলা সীমান্তবর্তী ৭টি ইউনিয়নের প্রবেশ দ্বারের রাস্তায় বাঁশ দিয়ে বেড়িকেড দিয়েছেন।