Home / দেশের খবর / বৃহস্পতিবার থেকে ঘরের বাইরেও যাওয়া যাবে না

বৃহস্পতিবার থেকে ঘরের বাইরেও যাওয়া যাবে না

শেরপুর ডেস্কঃ ৩০ জুন পর্যন্ত লকডাউন কঠোর না হলেও বৃহস্পতিবার (১জুলাই) ভোর ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত একেবারে কঠোরতম লকডাউন করা হবে। কোন শিথিলতা দেখানো হবে না। এসময় জরুরি সেবা ছাড়া ঘর থেকেও বের হতে পারবে না মানুষ। এ বিষয়ে মন্ত্রিসভায়ও আলোচনা হয়েছে।

সোমবার (২৮ জুন) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আনোয়ারুল ইসলাম।

এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আমরা বিভিন্ন বিভাগে কথা বলে জেনেছি করোনার সংক্রমণ বেড়েই চলেছে। তাই প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। এবারের লকডাউনের সেনাবাহিনী বিজিবি-পুলিশ টহলে থাকবে। তাদেরকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এবারের লকডাউনে কোনো মুভমেন্ট পাস থাকবে না।

মন্ত্রিসভার আজকের বৈঠকে মহাসড়ক আইন ২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আইন অমান্য করলে ২ বছর জেল ও ৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

Check Also

সহিংস ৫০ দেশের তালিকায় বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: বিশ্বে রাজনৈতিক সহিংসতা বাড়ছে। চলতি বছরের জুলাই পর্যন্ত গত ১২ মাসে অধিকাংশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + five =

Contact Us