Home / স্থানীয় খবর / কুসুম্বী / শেরপুরে হারভেস্টার মেশিনের চাপায় নারীর মৃত্যু

শেরপুরে হারভেস্টার মেশিনের চাপায় নারীর মৃত্যু

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে ধানকাটা-মাড়াই যন্ত্র হারভেস্টার মেশিনের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ জুন) দুপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে ওই গ্রামের জনৈক মকবুল হোসেনের জমির ধানকাটা মাড়াই হচ্ছিল অত্যাধুনিক হারভেস্টার মেশিন দিয়ে। এ সময় কয়েকজন নারী ধানের খড় সংগ্রহ করছিলেন। এসময় অসর্তকতাবশত শ্রীমতি নিয়তি রানী (৪৬) মেশিনের নিচে চাপা পড়ে। পরে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

নিহত নিয়তি রানী (৪৬) শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের কালা চাঁনের স্ত্রী।

শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস জানান, এ ঘটনা থানায় কোন মামলা দায়ের করা হয়নি। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে বলে তিনি জানান।

Check Also

শেরপুরে কেল্লাপোশী মেলায় চলছে জমজমাট জুয়া

শেরপুরনিউজ২৪ডটনেটঃ প্রশাসনের অভিযানে অশ্লীল নৃত্য বন্ধ হলেও বগুড়া শেরপুরে কেল্লাপোশী মেলায় সন্ধ্যারাত থেকেই চলছে জমজমাট …

Leave a Reply

Your email address will not be published.

2 × 5 =

Contact Us