শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে করোনাভাইরাসের ৮৭ নমুনার রিপোর্ট আসা এখনও বাকী রয়েছে। বর্তমানে উপজেলায় চিকিৎসাধীন রয়েছেন ২১জন করোনা রোগী।
রবিবার (২৭ জুন) রাত ৮টার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মওদুদ আদনান এসব তথ্য জানান।
তিনি জানান, শেরপুর উপজেলায় এ পর্যন্ত ৫১১জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৮০জন। মৃত্যুবরন করেছেন ১৩ জন। বর্তমানে চিকিৎসাধীন ২১ জন রোগী।
তিনি আরো জানান, বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো ৮৭টি করোনা পরীক্ষার রিপোর্ট এখনো হাতে আসেনি। সর্বশেষ গত ১৬ জুন নেয়া পরীক্ষার রিপোর্ট মিলেছে। এছাড়া শনিবার (২৬ জুন) ১৮ জনের এবং গত বুধবার ২৭ জনের দেহের নমুনা নেয়া হয়েছে। বগুড়ায় করোনা রোগীর চাপ বৃদ্ধির কারণে এসব রিপোর্ট সময়মত আসছে না। তবে শেরপুর উপজেলায় করোনার লক্ষণ নিয়ে আসা রোগীর চাপ বাড়ছে। এজন্য তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।