শেরপুরনিউজ২৪ডটনেট: আর কিছুদিন পরই কোরবানীর ঈদ। এসময় সারাদেশে সুস্থ সবল গরুর চাহিদা বাড়ে। গত বছরে করোনার জন্য লোকসান হলেও এবার স্বপ্ন দেখছেন খামারী তোতা মিয়া।
শেরপুর শহরের ১নং ওয়ার্ডডের এবিসি চক্ষু হাসপাতাল সংলগ্ন হাজিপুরে তার গরুর খামার। বর্তমানে বিক্রির জন্য প্রস্তুত হয়েছে দেশী ও শাহী জাতের সাতটি গরু।
খামারী তোতা মিয়া জানান, ১৯৯০ সাল থেকে আমি গরুর খামারে গরু পালন করে বিক্রি করি। এবার সাতটি গরু রয়েছে। ১২ লাখ টাকা হলে বিক্রি করবো। ব্যাপারীরা ১০ লাখ টাকা বলেছে। গত বছর করোনার কারণে গরু বিক্রি করে লাভ হয়নি। এবার আশাকরি ক্ষতি পুষিয়ে যাবে।