শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে আলোচিত মারামারি মামলার অন্যতম আসামী আওয়ামী লীগ নেতার ছেলে আবির আহমেদ বনি (২৩) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করা হচ্ছে বলে জানা গেছে।
শুক্রবার (২৫জুন) রাত ৯টার দিকে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জুয়ানপুরে আওয়ামী লীগ নেতা ববির খামার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বনি শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববির একমাত্র ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গত ১জুন তাকে প্রধান আসামী করে মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়। এরপর থেকে সে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ মে শেরপুর শহরের একটি অভিজাত মার্কেটে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বনিসহ কয়েকজনকে আসামী করে মামলা করেন একটি ইলেকট্রনিক্স শোরুমের স্বত্তাধিকারী মানিক শেখ। মামলার অন্য ৫ আসামী বর্তমানে জামিনে রয়েছেন।