শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুর উপজেলার চকধলী গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মন্ডল (৭০) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে..রাজেউন)।
বুধবার (২৩ জুন) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয়স্বজন রেখে গেছেন।
বুধবার সন্ধ্যায় তার নামাজে জানাযা শেষে তাকে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়।
এসময় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, সেক্টরস কমান্ডারস ফোরাম বগুড়ার সাধারণ সম্পাদক আব্দুর রউফ খান, সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমদুসহ অন্যরা উপস্থিত ছিলেন।