শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শাজাহানপুরে দেশীবিদেশী মদসহ চার যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১২ বগুড়ার ক্যাম্পের সদস্যরা।
সোমবার (২১জুন) রাত সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার একটি দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর উপজেলার উলিপুর পাড়ার সোহেল রানার ছেলে নাঈম ইসলাম (২৩), শাজাহানপুর উপজেলার খরনা জোড়গাড়ী গ্রামের মেছের আলীর ছেলে রনি বাবু (২৬), বগুড়া সদরের রহমাননগর গ্রামের সেলিম হাসানের ছেলে সৌমিক হাসান মুন (২৩) ও কানুচগাড়ী এলাকার মৃত আজিজুল হকের ছেলে মেহেদী হাসান (২৪)।
র্যাব-১২ বগুড়ার ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি) বিএন জানান, অভিযানকালে তাদের নিকট থেকে ১ বোতল দেশীমদ, ২ বোতল বিদেশী ক্যান বিয়ার, ১টি মোটর সাইকেল,৫টি মোবাইল, ৮টি সিমকার্ড ও নগদ ১হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হে