শেরপুরনিউজ২৪ডটনেটঃ ‘বগুড়ার শেরপুর পৌরশহরের প্রাণকেন্দ্রের বেহাল অবস্থা’ শীর্ষক সংবাদ প্রকাশের পর টনক নড়েছে সংশ্লিষ্টদের। এ সংক্রান্ত সচিত্র প্রতিবেদন শেরপুরনিউজ২৪ডটনেটসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশ পাবার পর দ্রুত চলাচলের অনুপযোগী স্থানটি সংষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২২জুন) দুপুর ১২টার দিকে শেরপুর শহরের প্রাণকেন্দ্র স্যানালপাড়ার হাটখোলা রোডের ফলপট্টি এলাকায় গিয়ে দেখা গেছে এ চিত্র।
এসময় স্থানীয় ফল ব্যবসায়ীরা জানান, অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হবার পরে পৌরসভার পক্ষ থেকে দ্রুত বালু ও খোয়া ফেলে যান চলাচলের উপযোগী করা হয়েছে রাস্তাটি। কিন্তু ঠিকাদারের অবহেলার কারণে রাস্তায় কাদা জমে যারপরনাই দুর্ভোগ পোহাতে হচ্ছিল জনসাধারণের।