শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরের কল্যাণীতে ঐতিহ্যবাহী বটগাছটি ভেঙ্গে ঘরের উপর পড়লেও অল্পের জন্য বেঁেচ গেছে কয়েকটি প্রাণ।
সোমবার (২১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের কল্যাণী বাজারে এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ঐতিহ্যবাহী কল্যাণী হাটের শতবর্ষী গাছটি দীর্ঘদিন যাবত ঝুকিঁপুর্ণ অবস্থায় ছিলো। কয়েকদিনের বর্ষেণে গাছটি আরো দুর্বল হয়ে সোমবার দুটি ঘরের উপর ভেঙ্গে পড়ে। এসময় ঘরে থাকায় কয়েকজন অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
এলাকার ব্যবসায়ী জুয়েল মিয়াসহ অন্যরা জানান, দ্রুত ভেঙ্গে পড়া গাছটি অপসারণ করা প্রয়োজন।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নুল ইসলাম জানান, হাটের গাছ ভেঙ্গে পড়ার খবর পেয়েছি। এটি দ্রুত অপসারণের ব্যবস্থা নেয়া হবে।