নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১জুন) দুপুরে নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান ১৮ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ২০০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।
নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল বারিক, নন্দীগ্রাম পৌরসভার কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন, আকরাম হোসেন, সাইফুল ইসলাম, আখতারুজ্জামান উজ্জ্বল, রফিকুল ইসলাম অপু, আবু সাঈদ মিলন ও নুরুন্নাহার
মিষ্টি প্রমুখ। ওই সময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আঃ রউফ উজ্জল, নন্দীগ্রাম পৌরসভার প্রকৌশলী হারুন- অর-রশিদ, হিসাব রক্ষক আবু হাসান সবুজ, হিসাব রক্ষণ কর্মকর্তা আঃ মান্নান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দীগ্রাম পৌরসভার সচিব আব্দুল বাতেন প্রমুখ।