শেরপুরনিউজ২৪ডট নেটঃ বগুড়ার শেরপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার (২০ জুন) বেলা ১১টায় ১৭ টি গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আধাপাকা ঘরের দলিল হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধন অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবরিনা শারমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আমির হামজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, সরকারী কর্মকর্তা বৃন্দ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে বিশালপুর ইউনিয়নে ৫, কুসুম্বী ইউনিয়নে ৪, সুঘাট ইউনিয়নে ৪, গাড়ীদহে ৩ এবং মির্জাপুরের ১ জন ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি এবং জমির দলিল হস্তান্তর করা হয়।