শেরপুর ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও তিনজন। তারা স্থানীয় হাসপাতালে চিৎিসা নিয়েছেন।
শনিবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বগুড়া -রংপুর মহাসড়কের মহাস্থান হাতিবান্ধা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আশরাফুল ইসলাম (৫০), তার স্ত্রী পারুল আক্তার (৪৫) ও তাদের নাতি দুই মাসের শিশু রেজওয়ান আহমেদ।
আহত দুজন হলেন , নিহত শিশু রেজওয়ানের বাবা-মা। তাদের নাম রাশেদুল (২৮) ও গোলাপি (২২)। হতাহত সবাই বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে একটি ট্রাক ওভারটেক করার সময় আহসান পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আশরাফুল ও পারুল। দুর্ঘটনায় আহত হন ৪ জন। আহতদের হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু রেজওয়ান।