শেরপুরনিউজ২৪ডট নেটঃ একটু বৃষ্টিতেই বগুড়ার শেরপুর শহরের শান্তিনগরের প্রধান রাস্তায় হাঁটুপানি জমে যায়। পানি নিস্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় বাসা-বাড়িতে পানি উঠে চরম দুভোর্গ পোহাতে হচ্ছে। অথচ সংশ্লিষ্টদের সেদিকে কোন নজর নেই।
শনিবার (১৯জুন) সকাল ৮টায় শেরপুর পৌরশহরের ৭নং ওয়ার্ডের শান্তিনগরের কাজী অফিস রোডে দেখা গেছে এই চিত্র।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনেও এলাকার পানি নিস্কাশনে ড্রেনেজ ব্যবস্থা সুষ্ঠুভাবে গড়ে না ওঠা। যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখাসহ নানা কারণে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর এসব দুর্ভোগের পিছনে এলাকাবাসী ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া মাসুদকে দায়ী করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, আগে জনপ্রতিনিধিরা বৃষ্টি হলে এলাকায় ছাতা নিয়ে গিয়ে পানি নিস্কাশনসহ নাগরিক সুবিধা অসুবিধার খবর নিতেন। এখন জনপ্রতিনিধিদের মুখও দেখা যায় না।
এ ব্যাপারে শেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া মাসুদের মুঠোফোনে শনিবার সকাল ৭.৩৯ মিনিটে যোগােযাগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।