ডেস্ক রিপোর্টঃ ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। প্রযোজক হিসেবেও সমান সফল তিনি। চলতি বছরের শুরুর দিকে এই অভিনেতা ১২ মাসে ১২টি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় কয়েকটি সিনেমার নির্মাণ কাজ শেষ করেছেন তিনি।
১৬ জুন থেকে ডিপজলের বাড়িতে ‘ঘর ভাঙা সংসার’ নামে নতুন আরেকটি সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে। এই সিনেমায় তার বিপরীতে দুই নায়িকাকে দেখা যাবে। তবে এই ইঙ্গিত সিনেমার মহরতের পরে ফটোশুটেই পাওয়া গেছে। সেদিন ডিপজলের বাহুডোরে চিত্রনায়িকা আঁচল এবং শিরিন শিলাকে দেখা গেছে।
অমি বনি কথাচিত্রের পরিবেশনায় সিনেমাটি নির্মাণ করছেন মনতাজুর রহমান আকবর। মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত এতে অভিনয় করছেন আঁচল আঁখি ও শিরিন শিলা।