শেরপুরনিউজ২৪ডট নেটঃ বগুড়ার শেরপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখল হওয়া কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছেন সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন।
বুধবার (১৬ জুন) বিকাল ৪টার দিকে তিনি উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামগ্রামে এই অভিযান চালান।
এতে ১নং খাস খতিয়ানের সরকারি ৩৫ শতাংশ জমিতে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠানের গড়ে তোলা টিনশেড স্থাপনা উচ্ছেদ করা হয়। এরপর সেখানে সরকারি জমির মালিকানা সম্বলিত সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়।
অভিযানকালে শেরপুর উপজেলা ভূমি অফিসে কানুনগো মোঃ হেদায়েতুল ইসলাম, সার্ভেয়ার মোঃ সাইফুল ইসলাম, ভবানীপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জনাব মোঃ মাহবুবুর রহমান, শেরপুর থানা পুলিশের সদস্যবৃন্দ, গ্রামপুলিশের সদস্যসহ ভূমি অফিসের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।