শেরপুরনিউজ২৪ডট নেটঃ করোনা সংক্রমণের কারণে নিষেধাজ্ঞা থাকলেও বগুড়ার শেরপুরে থেমে নেই সামাজিক অনুষ্ঠান। বিয়ে, মুখে ভাত, গ্রামীণ মেলাসহ নানা আয়োজন চলেছ দেদারছে। অথচ প্রশাসনের সেদিকে নজর নেই।
জানা গেছে, সম্প্রতি করোনার সংক্রমণ ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় গত ৫ জুন বগুড়ার জেলা প্রশাসন প্রজ্ঞাপন জারী করে বিয়েসহ সকল সামাজিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন নিষিদ্ধ করে। কিন্তু তারপরও বগুড়ার শেরপুরে বিভিন্ন এলাকায় চলছে এসবের আয়োজন।
অনেকে আবার বিয়ে এবং সামাজিক অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছে। এসব অনুষ্ঠানে শত শত লোকের সমাগম হওয়ার তা স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি করছে।
গত বৃহস্পতিবার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামে আয়োজন করা হয় গ্রামীণ মেলা। এতে ঘোড়দৌড়সহ নানা আয়োজন করা হয়। এতে শত শত মানুষ অংশ নেয়। কিন্তু যাদের মধ্যে ছিল না স্বাস্থ্যবিধি মানার প্রবণতা।