Home / খেলাধুলা / মেসির নেতৃত্বে জয়ের লক্ষ্যে নামছে আর্জেন্টিনা

মেসির নেতৃত্বে জয়ের লক্ষ্যে নামছে আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্টঃ নতুন উদ্যমে আবারও নিজের প্রথম আন্তর্জাতিক ট্রফি জিততে কোপা আমেরিকায় মাঠে নামবেন লিওনেল মেসি। তার নেতৃত্বেই আসন্ন মেগা টুর্নামেন্টের জন্য ঘোষিত হল ২৮ জনের আর্জেন্টিনা দল।

পাওলো দিবালা বাদে দলের মহাতারকাদের প্রায় সকলেই লিওনেল স্কালোনির দলে জায়গা পেয়েছেন। সদ্য বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আলবিসেলিস্তে দলে খেলা ফুটবলারদের মধ্যে বড় নাম হিসাবে সেভিয়ার লুকাস ওকাম্পোস এবং ভিলারিয়ালের জুয়ান ফইথকে দলে রাখেননি আর্জেন্টাইন কোচ। খবর হিন্দুস্তান টাইমসের।

ফরোয়ার্ড ওকাম্পোস ও ডিফেন্ডার ফইথ, দুইজনেরই জাতীয় দলের জার্সি গায়ে সাম্প্রতিক পারফরম্যান্স একেবারেই ভাল নয়। কলম্বিয়ার বিরুদ্ধে অতিরিক্ত সময়ে গোল খাওয়ার পিছনে ফইথের বড় ভুল ছিল। অপরদিকে উইঙ্গার ওকাম্পোস একেবারেই ছন্দে নেই। তাই এই দুই ফুটবলার দলে জায়গা না পাওয়ায় কেউই খুব বেশি অবাক হবেন না।

নির্বাচিত আর্জেন্টিনা দল: গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আর্মানি, জুয়ান মুসো, আগস্টিন মার্কেসিন

ডিফেন্ডার : নিকোলাস ওটামেন্ডি, গোঞ্জালো মন্টিয়েল, লুকাস মার্টেনেজ, পেজেলা, নিকোলাস ট্যালিয়াফিকো, মার্কোস অ্যাকুনা, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, মোলিনা

মিডফিল্ডার: রড্রিগো ডি’পল, লিয়ান্দ্রো প্যারেডেস, জিওভানি লো সেলসো, অ্যাঞ্জেল কোরেয়া, নিকোলাস ডমিঙ্গেজ, আলেহান্দ্রো পাপু গোমেজ, নিকোলাস গোঞ্জালেজ, পালাসিয়স, গুইডো রডরিগেজ

ফরোয়ার্ড: জোয়াখিন কোরেয়া, লুকাস আলারিয়ো, লাতুরো মার্টিনেজরা, সার্জিও আগুয়েরো, লিওনেল মেসি (অধিনায়ক)

Check Also

বাংলাদেশের স্মরণীয় জয়

শেরপুর নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডকে উড়িয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করলো বাংলাদেশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + twenty =

Contact Us