সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / ফিরছেন ঈশিতা

ফিরছেন ঈশিতা

শেরপুর ডেস্কঃ এক বছরেরও বেশি সময় পর অভিনয়ে ফিরলেন রুমানা রশীদ ঈশিতা। নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় আগামী ঈদের জন্য নির্মিতব্য ২০ মিনিট দৈর্ঘ্যের একটি শর্টফিল্মে দেখা যাবে এই অভিনেত্রীকে। শর্টফিল্মটির গল্প লিখেছেন পরিচালক নিজেই।

‘নট আউট’ শিরোনামের এই শর্টফিল্মটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, একটি পরিবারের অপরাজিত যুদ্ধের গল্পই হচ্ছে নট আউট। এই শর্টফিল্মে পরিবারের বড় মেয়ে ‘তানিয়া’ চরিত্রে অভিনয় করেছেন ঈশিতা।

কেন এই চরিত্রে ঈশিতাকে নিয়ে কাজ করা, এ প্রসঙ্গে আরিয়ান বলেন, ‘সত্যি বলতে কী, এই শর্টফিল্মটির গল্পতে আমি যখন তানিয়া চরিত্রটি নিয়ে ভাবি তখন ঈশিতা আপুর কথাই আমার ভাবনায় এসেছিল। তিনি অভিনয় করলেই খুব ভালো হয়। অবশেষে তিনি অভিনয় করেছেন। নিঃসন্দেহে তিনি একজন গুণী অভিনেত্রী এবং এই শর্টফিল্মে তিনি তার চরিত্রে কেমন করেছেন তা দর্শকদের দেখার অনুরোধ রইল।’

Check Also

ভয়ে আছেন সানি লিওন!

শেরপুর নিউজ ডেস্কঃ বলিউড তারকা সানি লিওন। সেই জগত ছেড়েছেন আগেই। জায়গা করে নিয়েছেন বলিউডে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =

Contact Us