শেরপুর নিউজ২৪ডট নেটঃ জৈষ্ঠ্যকে বলা হয় মধুমাস। এ মাসেই দেখা মেলে আম-জাম-লিচু-কাঠাঁল-জামরুলসহ নানা জাতের দেশীয় ফলের। ফলের গন্ধে চলে আসে মৌমাছি। তাই এই মাসের নাম মধুমাস। বাজারে দেখা মিলেছে হরেক জাতের আম-লিচুর। লিচু রকমভেদে প্রতি শ ১৫০ টাকা থেকে ৪৫০টাকায় বিক্রি হচ্ছে। তবে আমদানী প্রচুর,ক্রেতা কম।
Check Also
জিআই পেতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম
শেরপুর নিউজ ডেস্কঃ ভৌগোলিক নির্দেশক (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন বা জিআই) স্বীকৃতি পেতে পাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও …