Home / স্থানীয় খবর / শেরপুরে যুবতীসহ তাড়াশের সাংবাদিক আটক

শেরপুরে যুবতীসহ তাড়াশের সাংবাদিক আটক

শেরপুর নিউজ২৪ডট নেট: বগুড়ার শেরপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাড়াশের সাংবাদিক গোলাম রব্বানী (৪৫) এক যুবতীসহ আটক হয়েছেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে শহরের খেজুরতলা এলাকায় তার ভাড়া বাসা থেকে পুলিশ যুবতীসহ তাকে আটক করে। আটককৃতরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং তাড়াশ টিএন্ডটি এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে গোলাম রব্বানী (৪৫) এবং একই এলাকার মৃত আব্দুস সামাদের মেয়ে ছাবিনা খাতুন (২৫)।
এলাকাবাসীর অভিযোগ, তিনি ভাড়া বাসায় একা থাকার সুযোগে নানা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন। সন্দেহজনক অবস্থায় তাদের আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

শেরপুর থানার এসআই আতিকুর রহমান জানান, দুপুর ১২টার দিকে এলাকাবাসীর খবর পেয়ে তার ভাড়া বাসা থেকে তাদের আটক করে থানায় আনা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।

Check Also

শেরপুরে ভোর থেকেই ঝরছে বৃষ্টি

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে শুক্রবার (১৭ জুন) ভোর থেকেই ঝরছে বর্ষার বৃষ্টি। আকাশে কালো মেঘও রয়েছে। …

Leave a Reply

Your email address will not be published.

one × 4 =

Contact Us