শেরপুর নিউজ ২৪ডট নেট: বগুড়ার শেরপুর উপজেলায় আরও ৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৮৮ জনে।
সোমবার রাত ৮টায় শেরপুর উপজেলা হাসপাতালের ফোকাল পার্সন ডা. আবু হাসান জানান, ঢাকা থেকে শেরপুর উপজেলার নমুনা পরীক্ষার রিপোর্টে আরো ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর নাম ও পরিচয় খুঁেজ বের করা হচ্ছে।
উল্লেখ্য, রোববার শেরপুর উপজেলায় ৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে শহরের দত্তপাড়ার একজন নারী চিকিৎসক রয়েছেন। এছাড়া স্যানালপাড়ার একজন (৩২), বাগড়া হঠাৎপাড়ার একজন (৩৫), টাউনকলোনী এলাকার একজন (৫৪) ও সীমাবাড়ীর লাঙ্গলমোড়া গ্রামের একজন (৩৮) রয়েছেন।
উল্লেখ্য, শেরপুর উপজেলায় গত ১৮ই মে প্রথম করোনা পজিটিভ রোগী শনাক্ত হন। এছাড়া আক্রান্ত ৮৮ জনের মধ্যে ইতোমধ্যে ১৪ জন সুস্থ হয়েছেন বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
Check Also
আধুনিকায়ন হচ্ছে বুড়িমারী স্থল বন্দর
শেরপুর নিউজ ডেস্ক: পাসপোর্টধারী যাত্রী ও ব্যবসায়ীদের উন্নত সেবা দিতে আধুনিকায়ন করা হচ্ছে লালমনিরহাটের বুড়িমারী …