শেরপুর নিউজ ২৪ডট নেট: বগুড়ার শেরপুরের খন্দকারটোলা এলাকায় ডোবা থেকে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর (১৩) লাশ উদ্ধার হয়েছে। শনিবার (২০ জুন) বিকাল ৫টার দিকে তার লাশ উদ্ধার করে শেরপুর থানা পুলিশ।
নিহত কামনা আক্তার নূপুর (১৩) খন্দকারটোলা এলাকার কামাল হোসেনের মেয়ে। এলাকাবাসী জানান, তার বাবা-মা শেরপুরে না থাকায় সে নানা নানীর সঙ্গেই থাকতো। সকাল ১১টা থেকে সে নিখোঁজ ছিলো। বিকালে তার লাশ খন্দকারটোলা মধ্যপাড়ায় একটি নির্মাণধীন বাড়ির পার্শ্বের ডোবা থেকে উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে শেরপুর থানার এসআই আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Check Also
শেরপুরে ট্রাকের চাপায় শিশু নিহত
শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুরে মাটি বোঝাই ড্রামট্রাকের চাপায় পিষ্ট হয়ে মায়া খাতুন নামের পাঁচ বছরের …