Home / স্থানীয় খবর / শেরপুরে আরো তিন জন করোনায় আক্রান্ত

শেরপুরে আরো তিন জন করোনায় আক্রান্ত

শেরপুর নিউজ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুরে বুধবার এক পুলিশ কনস্টেবলসহ তিনজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শেরপুর উপজেলায় আক্রান্ত হলেন ৮ জন।

বুধবার রাত ৮ টায় শেরপুর হাসপাতালের ডা. আবু হাসান এ তথ্য জানান। আজ যাদের নমুনায় করোনা পজিটিভ হয়েছে তারা হলেন- শেরপুর থানার পুলিশ সদস্য মমিনুল ইসলাম (৩৫), মাগুড়ারতাইড় গ্রামের মোজাফফর হোসেন (৩৮) ও শেরপুর শহরের উত্তরসাহাপাড়ার ওমর ফারুক (১৭)।

মঙ্গলবার শেরপুরে ৪ জন ও গত সোমবার ১জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়।

Check Also

শেরপুর রিকশা ও ভ্যান শ্রমিক সদস্যদের শেখ হাসিনার ঈদ উপহার

শেরপুর নিউজ ২৪ডট নেট: বগুড়ার শেরপুর উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে মাননীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + twenty =