শেরপুর নিউজ ২৪ডটনেট: বগুড়ার শেরপুর উপজেলায় প্রথম এক করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে।
সোমবার (১৮ মে) রাত সাড়ে ৯টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন এর সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান,সোমবার বগুড়া জেলায় ১০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে একজন রয়েছে শেরপুর উপজেলার। তার নাম রাসেল আহমেদ। তার বয়স ২৬ বছর। তিনি শেরপুর শহরের হাসপাতাল রোডের ভিআইপি জেনারেল হাসপাতালের ল্যাব টেকনোলজিষ্ট। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে তাড়াশ উপজেলায়। গত ১২ মে তার করোনা পরীক্ষার নমুনা নেয়া হয় বলে তিনি জানান।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
