Home / সারাদেশ / ঢাকা / শেরপুর / পানির ফোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালক নিহত

পানির ফোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালক নিহত

এম এ কাশেম,শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর শহরের খোয়ারপাড় মোড়স্থ শাপলা চত্বর পানির ফোয়ারায় নেমে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে খোকন মিয়া (৩০) নামে এক অটোচালক।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত অটোচালক শ্রীবরদী উপজেলার গোপালখিলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে শাপলা চত্বর মোড়ে করোনা পরিস্থিতির কারণে সরকারের দেওয়া নির্দেশনা অমান্য করে অটোচালকেরা ভীড় করছিল। এমতাবস্থায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ অটোচালকদের সরিয়ে লকডাউন কার্যকর করতে কাজ করছিল। একপর্যায়ে খোকন তার ফেলে দেওয়া অটোরিক্সারর সিট পানি থেকে তুলতে ফোয়ারায় নামলে তাৎক্ষণিক সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে তাৎক্ষণিক খোকনকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় উপস্থিত ডিবি পুলিশ ও ট্রাফিক পুলিশ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে অনুসন্ধান চলছে। এদিকে পানির ফোয়ারায় বিদ্যুতায়িত হয়ে অটোচালকের মৃত্যুর ঘটনায় পৌর কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা।

Check Also

করোনা নমুনা সংগ্রহ বুথ স্থাপন শেরপুর জেলা পুলিশের

এম এ কাশেম, শেরপুর জেলা প্রতিনিধিঃ ‘আমরা আছি জনতার পাশে, মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =

Contact Us