শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম ইফতেখার (৪৮) এর উপর সন্ত্রাসী হামলা করে গুরুতর আহত করার ঘটনায় শুক্রবার দুপুরে পুলিশ আলহাজ্ব সেলিম রেজা (৫৫) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সেলিম রেজা শেরপুর উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও শহরের স্যানালপাড়ার মরহুম মতিয়ার রহমান তরফদারের ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, আওয়ামীলীগ নেতা শামীমকে মারপিট করে গুরুতর আহত করার ঘটনায় শুক্রবার সকালে তার ছেলে সামিউল হাসান স্বচ্ছ শেরপুর থানায় ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
মামলার অন্যতম আসামী সেলিম হাজীকে গ্রেফতার করা হয়েছে বাকিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
