শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ চালকের ঘুমে ধান বোঝাই ট্রাক চাপা দিয়েছে এক ব্যাটারী চালিত অটোরিক্সাকে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সিলেট থেকে নীলফামারীগামী একটি ধান বোঝাই ট্রাক ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পুর্ব পার্শ্বে দাঁড়িয়ে থাকা একটি অটোরিক্সাকে চাপা দেয়। অটোরিক্সা চালক বাবু (৩০) দুর্ঘটনা আচঁ করতে পেরে দৌড় দেয়ায় তিনি প্রাণে বেঁেচ যান।
ট্রাকের হেলপার মো. সুমন মিয়া জানান, বৃহস্পতিবার বিকাল ৫টায় সিলেট থেকে তারা রওনা হয়েছেন। এর মধ্যে কোন বিরতি নেই। চালকের চোখে ঘুম আসার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
এদিকে দুর্ঘটনার পর থেকেই চালক জাহিদ মিয়া পলাতক রয়েছেন। হাইওয়ে পুলিশ ট্রাক ও অটোরিক্সা আটক করেছে। ২শ বস্তা ধান ঘটনাস্থলেই পড়ে আছে।
