শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ আজ বিট্রিশ বিরোধী আন্দোলনে প্রথম শহীদ বাঙালী বীর প্রফুল্ল চাকীর ১৩১ তম জন্মদিন।
১৮৮৮ সালের ১০ ডিসেম্বর বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার গ্রামে জন্ম নেন প্রফুল্ল চাকী। তারপর জীবনের ১৯টি বসন্ত পেরিয়ে ২০তম বসন্তের আগেই দেশমাতৃকার টানে নিজের জীবনকে উৎসর্গ করেন তিনি।
১৯০৮ সালের ২ মে পুলিশের হাতে আটক না হয়ে নিজের জীবন দিয়েই বাকি বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করেন তিনি।
তার জন্মদিন উপল্েয বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার গ্রামে শহীদ প্রফুল্ল চাকী স্মৃতি সংসদের উদ্যোগে নেয়া হয়েছে নানা কর্মসুচী।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সাজু জানান, শহীদ প্রফুল্ল চাকী বিট্রিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ। তার জন্মস্থান বগুড়ার শিবগঞ্জের বিহারে। এখনো তার জন্ম ভিঠে অরতি হয়ে পড়ে আছে। ২০১৮ সালের ৬ ডিসেম্বর বিহার গ্রামে শহীদ প্রফুল্ল চাকীর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। নতুন প্রজন্ম যেন এই শহীদের কথা মনে রাখে সেজন্য আরো উদ্যোগ নেয়া প্রয়োজন।