এম.এ রাশেদ ঃ বগুড়ার ধুনটে সাজাপাপ্ত ও অপহরণ মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে ধুনট থানার এএসআই আব্দুস সালাম সাজাপাপ্ত আসামীকে ও রবিবার সকালে এসআই মন্তাজ অপহরণ মামলার আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো সাজাপাপ্ত আসামী উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন শেখের ছেলে আব্দুর রহিম শেখ (৪০) ও অপহরণ মামলার আসামী কালেরপাড়া ইউনিয়নের কান্দুনিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শিবলু মিয়া।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, গ্রেফতারকৃতদের রবিবার সকালে থানা হাজত থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।