এম.এ রাশেদঃ বগুড়া জেলা পরিষদের অর্থায়ানে ধুনটে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ডাক বাংলো চত্তরে উপজেলার বিভিন্ন ওর্য়াডের ৩০ টি দারিদ্র পরিবারের মাঝে এ টিউবওয়েল বিতরণ করা হয়।
বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীন নাহারের সভাপতিত্বে দারিদ্র পরিবারদের মাঝে টিউবওয়েল বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, বগুড়া জেলা পরিষদের সার্ভেয়ার ফেরদৌস আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন ও কাদাই দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক আওয়াল হোসেন প্রমুখ। #