এম.এ. রাশেদ ঃ বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের মাজবাড়ী গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পুনরায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ৩ তলা বিশিষ্ট এ মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
স্থানীয়রা জানায়, গ্রাম জুড়ে একটি মসজিদে মুসল্লিদের জায়গা সংকোলনের সৃষ্টি হওয়ায় গ্রামবাসীর উদ্দ্যোগ ও সার্বিক সহযোগিতায় ৮০ ফিট/৭৫ ফিট দৈর্ঘ্য ও প্রস্থে ৩ তলা বিশিষ্ট কেন্দ্রীয় মসজিদের কাজ শুরু করার অংশ হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মসজিদের প্রতিটি তলায় ৭৫০ জন মুসল্লি একসাথে নামায আদায় করতে পারবে। অতি দ্রুততম সময়ের মধ্যে ১ তলা সম্পুর্ণ করে নামায আদায়ের উপযোগি করে তোলা হবে বলে মাজবাড়ী কেন্দ্রীয় মসজিদ কমিটি। এ মসজিদটি অত্র এলাকার সবচেয়ে সুন্দর ও বড় মসজিদ হিসেবে পরিচিতি লাভ করবে এমনটাই মনে করেন এলাকাবাসী।