শেরপুর নিউজ ২৪ ডট নেট ঃ বগুড়ার শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বারান্দাই ওদের রাতের ঘুমের ঠিকানা।
সারাদিন শেষে বেলা গড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে ৬/৭ সদস্যের দুটি পরিবার রাতের ঘুমের জন্য আসে শিক্ষা অফিসের বারান্দায়। সকাল হতেই আবার সেখান থেকে সরে পড়ে।
শুক্রবার সকাল ৭ টার দিকে শেরপুর উপজেলা শিক্ষাঅফিসে গিয়ে দেখা গেছে, রাতের ঘুম থেকে উঠে সকালে তারা কাপড় চোপড় ও অন্যান্য জিনিসপত্র গোছাতে ব্যস্ত। দিন শেষে আবারো তারা ফিরবে এই নীড়ে।
এলাকাবাসী জানান, শেরপুর উপজেলা পরিষদের পুরাতন কোর্ট বিল্ডিংয়ের বর্তমান মাধ্যমিক শিক্ষা অফিস ও সেটেলমেন্ট অফিসে প্রতি রাতেই কয়েকজন ছিন্নমুল মানুষ তাদের পরিবার নিয়ে রাত্রি যাপন করে। আবার সকালে উঠে চলে যায়। এই অবস্থা চলছে দীর্ঘদিন যাবত।
এ ব্যাপারে শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল ইসলাম জানান, রাতে অফিসের বারান্দায় একজন বয়স্ক ভিক্ষুক থাকেন একটু জানি। আর কেউ থাকে কিনা তা আমার জানা নেই।
