আশরাফ আলী রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ- সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা অফিসার্স কাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে সহ-সভাপতি পদে শংকর কুমার দাশ ১৪৪ ভোট ও দেরাজ উদ্দিন ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মানিক কুমার গোস্বামী ১০৬ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইয়াসমিন পারভীন ১৩৭ ভোট ও ফেরদৌস আলম ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। কার্যকরি সদস্য পদে রীতা রানী ১৫২, আশরাফ আলী ১৪১, কৃষ্ণ চন্দ্র বাদ্যকর ১২১ ও সোহেল রানা ১১০ ভোট পেয়ে নির্বাচিত হন।
উল্লেখ্য পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীমুর রহমান। মোট ভোটার সংখ্যা ২২৪ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ২০৫ জন। রির্টানিং অফিসারের দায়িত্বে ছিলেন সমাজসেবা কর্মকর্তা আমিরুল আলম, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারি শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, সহকারি প্রিজাইডিং অফিসার ছিলেন সাইদুল ইসলাম, পোলিং অফিসার ছিলেন বাবুল আক্তার ও আব্দুল বারি।
