শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ সিরাজগঞ্জ জেলার কাজিপুরের বিয়াড়া গ্রামে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। এতে অসুস্থ হয়ে আরো ৭ জন যুবক বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, কাজিপুর উপজেলার বিয়াড়া গ্রামের ১১ যুবক বৃহস্পতিবার রাতে গোপনে মদ পান করে। এতে তাদের ৯ জন অসুস্থ হয়ে পড়লে তাদের রাতেই বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মিয়া (২৫) ও মোহাম্মাদ রব্বানী (২৪) মারা যান। বাকিরা চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
