সড়ক পরিবহন আইন-১৮ সম্পর্কে জনসাধারনকে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে বগুড়া জেলা পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২ টায় বগুড়া শহরের সাতমাথায় এই লিফলেট বিতরণ করা হয়। এসময় পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা মোটরসাইকেল, অটোরিক্সা চালকসহ সাধারণ মানুষকে নতুন সড়ক আইনের বিভিন্ন দিক তুলে ধরেন । নতুন আইনে কি আছে এ বিষয়ে সচেতন করতে সবার হাতে লিফলেট তুলে দেন তিনি।
পুলিশ সুপারের লিফলেট বিতরণের সময় সেখানে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যন আসাদুর রহমান দুলু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান, ওসি (তদন্ত) রেজাউল করিম রেজা পুলিশ পরিদর্শক আশিক ইকবাল প্রমূখ।