শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ আগামী ৭ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে শনিবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন।
এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান, জেলা আওয়ামী লীগের নেতা তোফাজ্জল হোসেন দুলু, টি এম মুসা পেস্তা, এড. আব্দুল মতিন, এড. মকবুল হোসেন মুকুল, এড. আমানুল্লাহ্্, রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, প্রমুখ। সভায় জেলা কমিটির নেতৃবৃন্দ ও ১২টি উপজেলা ও পৌর কমিটির সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ৭ ডিসেম্বর ২০১৯, জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার ল্েয কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
