নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বৃহস্পতিবার বেলা ১১টায় নন্দীগ্রাম সার্কেল অফিস পরিদর্শন করেন, রাজশাহী রেঞ্জ এর এডিশনাল ডিআইজি (অর্থ ও প্রশাসন) মোঃ নিশারুল আরিফ ।
এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম (বার)। পরে নন্দীগ্রাম থানা পুলিশের প থেকে অভিবাদন মঞ্চে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির, কাহালু থানা অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম, নন্দীগ্রাম থানা ওসি (তদন্ত) আনিছুর রহমান, পন্ডিত পুকুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুল আজিজ, নন্দীগ্রাম থানা সেকেন্ড অফিসার আইয়ুব আলীসহ অন্যান্য পুলিশ সদস্য প্রমুখ।
পরিদর্শন শেষে এডিশনাল ডিআইজি সার্বিক পরিস্থিতি পর্যবেন করে সন্তোষ প্রকাশ করেন।
