শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আমির হোসেন এর দাফন মঙ্গলবার বাদ জোহর সম্পন্ন হয়েছে।
এর আগে উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামের ঈদগাহ মাঠ প্রাঙ্গনের মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জানে আলম খোকা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, বিশিষ্ট সমাজসেবক আসাদুজ্জামান খান, বিএনপি নেতা কেএম মাহবুবার রহমান হারেজ, পিয়ার হোসেন পিয়ার, রফিকুল ইসলাম মিন্টু, হাসানুল মারুফ শিমুলসহ গণমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সোমবার দিবাগত রাত ১টার দিকে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১মেয়েসহ আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
